রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের অন্যতম সাহিত্য সংগঠন অভিযাত্রিকের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে আড্ডায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন।
অভিযাত্রিকের সভাপতি মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম, কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল মনসুর, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, সিটি কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মইনুল হাসান পলাশ, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল পিপি (নারী কোর্ট) এডভোকেট সাকী এ কাউসার, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এডভোকেট শওকত ওসমান, এনজিও কর্মকর্তা ডঃ আব্দুর রব, রামু জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, কক্সবাজার তানজিমুল উম্মাহ হিফয মাদরাসার অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দার, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, কক্সবাজার আর্ট স্কুলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিভন, বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের সভাপতি আদহাম বিন ইব্রাহিম, শিক্ষানুরাগী সায়েদ আহমদ সাইদ, শিল্পী শামসুল আলম শ্রাবণ, মোহাম্মদ শাহেদ প্রমুখ।
প্রতি মাসের প্রথম সপ্তাহে সাহিত্য অনুষ্ঠিত হবে বলে জানান অভিযাত্রিকের সভাপতি মোঃ মাহবুবুল আলম।