শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

পরিচিত ঘনিষ্টজনদের অসুস্থতার খবর পাচ্ছি

বার্তা কক্ষ / ৩৪০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

লুৎফুর রহমান কাজল:
পরিচিত ঘনিষ্ট অনেকেরই অসুস্থতার খবর পাচ্ছি। উপসর্গ একই রকম। সর্দিজ্বর গলা ব্যথা। রাজনৈতিক সহকর্মী সাবেক কাউন্সিলর রফিক ভাই, বন্ধু এড কাউসার, সাংবাদিক নেতা স্নেহের আনছার ,সৌদি প্রবাসী স্নেহের ছৈয়দুল হক, শিল্পপতি রহিম চৌধুরীসহ আরো অনেকের । মহান আল্লাহ সবাইকে শেফা দান করুন। আমিন।
বরণ্য চিকিৎসক ডাক্তার আবুবক্কর সিদ্দিক বার্ধক্য জনিত কারনে সদ্য ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহ )।তিনি আমার শৈশব কৈশোরের অনেক স্মৃতির সাথে জড়িয়ে আছেন । কক্সবাজার শহরে ৭০/৮০দশকে চিকিৎসক ছিল হাতেগোনা কয়েকজন ।মরহুম ডাক্তার আব্দুল খালেক ফরাজী এবং সদ্য প্রায়ত ডাক্তার আবু বক্কর সিদ্দিক তাঁহাদের মধ্যে অন্যতম । সেকালে চেম্বারে রোগী দেখা ছাড়াও চলাচলে অক্ষম অসুস্থদের বাড়ীতে গিয়ে সেবা দিতেন এই দুই জন বরণ্য চিকিৎসক । শ্রদ্ধেয় ডাক্তার ফরাজীএবং ডাক্তার আবু বক্কর সিদ্ধিকীর সাথে আমার মরহুম পিতার ভালই সখ্যতা ছিল । দুই জনে সে সময়ে আমাদের পারিবারিক চিকিৎসক ছিলেন।  আমরা ভাই বোনেরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পুর্ব পর্যন্ত নিয়মিত মরহুম শ্রদ্ধেয় ডাক্তার আবু বক্কর সিদ্দিক সাহেবের চিকিত্সা নিতাম । তিনি নিজ হাতে আমাকে ইনজেকশন দিতেন । ছোটবেলায় উনাকে খুব ভয় পেতাম ।সময় দ্রুত চলে যায় । আমরাও শিশু থেকে পৌঢ হয়েছি ।পরবত্তীতে আমার ফুফাতো ভাই বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার কফিল উদ্দিনের শশুর হওয়ার সুবাদে আরও ঘনিস্ট সম্পর্কের সুযোগ হয় । মানব সেবার শ্রেষ্ঠ পেশা চিকিৎসক হিসাবে তিনি কক্সবাজারবাসীকে দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন । মরহুম ডাক্তার আবু বক্কর সিদ্দিক চাচাকে আল্লাহ জান্নাতবাসী করুন । আমিন ।

জুন ০৯, ২০২০
নিরিবিলি, কক্সবাজার।

লুৎফুর রহমান কাজল
সাবেক সংসদ সদস্য
কক্সবাজার-৩ (সদর-রামু)- এর ফেসবুক আইডি থেকে নেয়া।