শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদরের খুরুশকুল ৪ নং ওয়ার্ডের ফকির পাড়ার জনৈক কামাল উদ্দিন বাবুল গত বুধবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিভার জনিত রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত। দেশেবিদেশে চিকিৎসাও করেছেন। অবশেষে না ফেরার দেশে চলে গেছেন।
দুঃখজনক হলো, কামাল উদ্দিন বাবুলের স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে চিহ্নিত একটি কুচক্রী মহল। ইতোমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা প্রচারণা চালিয়েছে। মৃত্যুর সাথে খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাছিনা আক্তারকে জড়িয়ে সংবাদ ছেপেছে। অথচ, কামাল উদ্দিন বাবুলের মৃত্যুর বিষয়টি দিনের মতো স্পষ্ট।
এদিকে, শিক্ষক হাছিনা আক্তারকে জড়িতে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন খুরুশকুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও সাধারণ শিক্ষকবৃন্দ।
তারা বলেন, কামাল উদ্দিন বাবুলের মৃত্যুতে আমরা শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু মৃত্যুর ঘটনায় শিক্ষক হাছিনা আক্তারকে জড়িয়ে আলিম উদ্দিন (ফকিরপাড়ার বাসিন্দা) নামক ব্যক্তি তার ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন। অনলাইন নিউজ করেছেন। প্রচারিত সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এমন সংবাদ খুবই দুঃখজনক ও একজন শিক্ষকের চরম মানহানিকর।
এসব অপপ্রচারে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ভবিষ্যতে মিথ্যা প্রচারণা ও প্রপাগাণ্ডা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহবান করছি।
স্কুল পরিচালনা কমিটির পক্ষে বিবৃতি প্রদান করেছেন, সভাপতি মোঃ শাহজাহান ছিদ্দিকী (চেয়ারম্যান), মোঃ নাজিম উদ্দীন (সদস্য সচিব), সদস্য মোঃ হামিদ উল্লাহ, হাসান সিকদার, নুরুল আজিম, মোহাম্মদ হানিফ ও মুজিবুল হক চৌধুরী।
শিক্ষকদের পক্ষে বিবৃতিদারা হলেন, প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক রহিম উল্লাহ, সিনিয়র শিক্ষক মুজিবুল হক চৌধুরী, মামুনুর রশীদ, সহকারী শিক্ষক মোহাম্মদ হানিফ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রমিজ উদ্দিন, মাহবুবুল আলম, আনছার উল্লাহ, মোঃ আবদুর রহমান, সুমন পাল, স্বপন কান্তি রুদ্র, চন্দনা রানী পাল, ইন্দ্রানী পাল, নার্গিস আক্তার, রেজিয়া সুলতানা ও আখতার আহমদ।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন, হাছিনা আক্তার
সিনিয়র শিক্ষক, শিক্ষানুরাগী সদস্য এবং মধ্য খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যায়ের সভাপতির দায়িত্বে আছেন। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মোজাফফর আহমদ মাস্টারের কন্যা। তার পরিবারের সকল সদস্য বর্তমানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতি সাথে জড়িত।
একটি কুচক্রীমহল প্রতিহিংসাপরায়ন হয়ে বারবার তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করছে। সামাজিকভাবে কোনঠাসা করে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।