রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নালা দখল করে মাটি ভরাট

বার্তা কক্ষ / ১১৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নালা দখল করে রাতের অন্ধকারে স্থাপনা নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে ভরাট করে ফেলা হয়েছে ড্রেনের অধিকাংশ জায়গা। বেশ কয়েক দিন ধরে পরিবেশ বিধ্বংসী এমন কাজ অব্যাহত রয়েছে।
ড্রেনের জায়গায় স্থাপনা করলেও নির্বিকার সংশ্লিষ্টরা। এতে করে বর্ষা মৌসুমে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় দোকানদার ও এলাকাবাসী।
আবদুল খালেক নামক এক ব্যক্তি ড্রেন দখল করে স্থাপনা করছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী মোঃ সেলিম।
তিনি জানিয়েছেন, নিয়মনীতি তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে নালা দখল করে চলেছেন আব্দুল খালেক।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল খালেক বলেন, আমার জায়গায় আমি কাজ করছি। ড্রেনের জায়গা দখল করিনি। ৬ ফুটের বেশি ড্রেন রয়েছে। এসে দেখে যান।
আব্দুল খালেক ক্ষিপ্ত হয়ে বলেন, আমার বিরুদ্ধে লেখালেখি করা সাংবাদিকদের অভ্যাস। অনেক লিখেছে। কিছু করতে পারেনি। এবার মামলা করব।