ডেস্ক নিউজ: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। চেষ্টা করেও তাদের ঠেকাতে পারেনি পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিকাল ৫টার দিকে শাহবাগে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।
তাদের একটি অংশ বাংলামোটরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। অন্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
শাহবাগে অবরোধের আগে কোটা আন্দোলনকারীদের মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন)
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় জড়ো হয়ে মিছিল নিয়ে তারা আন্দোলনের মূল পয়েন্ট শাহবাগের দিকে অগ্রসর হন। তবে তাদের বাধা দেওয়ার জন্য আগে থেকেই ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। শিক্ষার্থীদের মিছিলের মুখে পুলিশ পরে পিছিয়ে যেতে বাধ্য হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেন শিখ্ষার্থীরা।
শাহবাগে কোটা আন্দোলনকারীদের অবস্থান (ছবি: সাজ্জাদ হোসেন)
যানবাহন আটকে দেওয়ায় গত কয়েক দিনের মতো আজও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে হচ্ছে যাত্রীদের।
শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলা মোটরের দিকে এগিয়ে যান কোটা আন্দোলনকারীরা (ছবি: সাজ্জাদ হোসেন)
শাহবাগে কোটা আন্দোলনকারীদের ঠেকাতে পারেনি পুলিশ (ছবি: সাজ্জাদ হোসেন)