সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

মেসিদের নিয়ে ক্ষুব্ধ ফ্রান্স, অভিযোগ জানাবে ফিফায়

বার্তা কক্ষ / ১০৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ:
কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। এমন স্মরণীয় জয়ে পুরো আর্জেন্টিনাজুড়ে চলছে শিরোপা উৎসব। যাতে যোগ দিয়েছেন ফুটবলাররাও। উদযাপনের এই রেশ না কাটতেই দুঃসংবাদ পেলেন মেসিরা। ক্ষুব্ধ ফ্রান্স ফুটবল ফেডারেশন নাকি আর্জেন্টাইন ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ। এরই ফলশ্রুতিতে ফিফা বরাবর অভিযোগ জানাবে তারা।

বুধবার (১৭ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, কোপা জয়ের পর টিম বাসে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। আর ওই লাইভে ফ্রান্সকে ঘিরে করা বর্ণবাদী মন্তব্য শোনা যায়। আর এতে অসন্তুষ্ট হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন।

২০২২ কাতার বিশ্বকাপের পরই ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল দলের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। তখন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। আর এবার ফার্নান্দেজের ভিডিওতে সেটিই গাইতে শোনা গেছে ফুটবলারদের। অবশ্য ওই বর্ণবাদী গানটি শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, এ ব্যাপারে ফরাসি ফুটবল ফেডারেশন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে। পাশাপাশি ফিফাকেও ব্যাপারটি জানানো হবে। ফিফা এই বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্য নিয়ে অভিযোগ জানিয়েছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন। বিশেষ করে ফাইনালে পেনাল্টি মিস করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েন দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছিলেন তারা।