বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার সভাপতি থেকে পদত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার।
৬ আগষ্ট তিনি নিজের অপারগতা দেখিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত পদত্যাগপত্র প্রেরণ করেন।
পদত্যাগপত্রে নুরুল আবছার লিখেছেন, “আমার ব্যাক্তিগত কারণে আমি অত্র মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে এর আলোকোজ্জ্বল অবস্থান অক্ষুন্ন রাখার অনুরোধ করছি।”
যার অনুলিপি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্যদের নিকট প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসাবে নুরুল আবছারকে অনুমোদন দেয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।