শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪
বুক ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ সালামত উল্লাহ।
মঙ্গলবার (৯ জুন) রাতে এ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়ছিন হাবিব।
তিনি জানান, মাওলানা হাফেজ সালামত উল্লাহ ডায়াবেটিস ও হার্টের রোগী। হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। জ্বরও রয়েছে। তাই গত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিট খালি নাই। সকাল পর্যন্ত কোন চিকিৎসক ও অক্সিজেন পায়নি।
মাওলানা ইয়ছিন হাবিব জানান, হাফেজ সালামত উল্লাহর করোনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে, এখনো স্যাম্পল টেস্ট করা হয় নি।
এদিকে, হেফাজত নেতা মাওলানা হাফেজ সালামত উল্লাহর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়ছিন হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদি।