বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

বার্তা কক্ষ / ২২৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার জেলে পরিবারের নারীদের অর্থনৈতিক উন্নয়নে দায়িত্ব পালনে নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প কর্মকর্তা সোহেল মাহমুদ এর সঞ্চালনায় ২১ আগষ্ট কোস্ট ফাউন্ডেশনের কনফারেন্স হলের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

শুরুতে স্বাগত বক্তব্য দেন কোস্টের সহকারি পরিচালক ও কক্সবাজার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, সিএনএন বাংলার সম্পাদক তৌহিদ বেলাল, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন।

নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, জেলে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংস্থা কাজ করছে। নারীদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারলেই সরকারের সফলতা  তাই কমিটির যা যে দায়িত্ব  আছে তা নিজেদের জানতে হবে  এবং তা পালন করলে নারী নেটওয়ার্কিং কমিটি গঠন করা এবং উদ্দেশ্য সফল হবে ।

ইউএনও বলেন, কোন নারী যেন পিছিয়ে না থাকে। সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। যারা যে কাজে অভিজ্ঞ তাদেরকে সেই কাজে লাগাতে হবে।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণে আলোচ্য বিষয়গুলো হলো-নেটওয়ার্কিং কমিটির নেতার ভালো বৈশিষ্ট্য গুণাবলী, নেটওয়ার্কিং কমিটির নেটওর্য়াক কেন প্রয়োজন, নেটওয়ার্কিং কমিটি ভেঙ্গে যাওয়ার কারণ, নেটওয়ার্কিং কমিটির নেটওর্য়াক থাকার সুফল, সরকারি/বেসরকারি দপ্তরে ক্ষুদ্র মৎস্যজীবি নারীরা নেটওয়ার্কিং কমিটির মাধ্যমে সেবার বিষয় জানানো হয়, নেটওয়ার্কিং কমিটির উপস্থাপনার কৌশল।

প্রশিক্ষণ শেষে সকল সরকারি অফিসারগণ ক্ষুদ্র মৎস্যজীবি নারীদের সকল সহায়তা করার আশ্বাস প্রদান করেছেন।