রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

মাদকের মামলায় কপাল পড়লো টেকনাফ সদরের চেয়ারম্যান শাহজাহান মিয়ার

বার্তা কক্ষ / ২৭৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪
মাদক মামলায় চার্জ গঠন হওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে সোমবার (৯ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম জানান, মাদক মামলার আসামি চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এই আদেশ বাস্তাবায়ন করা হয়েছে। এখন থেকে সেখানে প্যানেল চেয়ারম্যান আবু ছৈয়দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশে বলা হয়েছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ মডেল থানায় করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত শাহাজান মিয়ার বিরুদ্ধে ওই অভিযোগপত্র গ্রহণ করেন। শাহাজান মিয়া অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় টেকনাফ সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমীচীন নয়। তাই ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪(১) ধারা অনুযায়ী টেকনাফ সদর ইউপির চেয়ারম্যানপদ থেকে শাহাজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ২৫ জুলাই বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শাহজাহান মিয়াকে গ্রেফতার হয়। ২ দিন পর তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুগুরবিলে তার বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা ও ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ২০১৯ সালের ২৮ জুলাই রাতে মাদক ও অস্ত্র আইনে শাহজাহান মিয়ার বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করে। ওই ২ টি মামলার চার্জ গঠন করেছে।
শাহজাহান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকাভুক্ত।