শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
এম.কলিম উল্লাহ, উখিয়া:
উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আবু সিদ্দিক লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভোগছিলেন। গত ঈদুল ফিতরের পর থেকে তীব্রতা বাড়তে থাকে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও আর্থিক সমস্যার কারণে চট্টগ্রাম-ঢাকা উন্নত চিকিৎসায় যাওয়া সম্ভব না হওয়ায় বাড়িতে মৃত্যুর প্রহর গুনছেন।
মাওলানা আবু সিদ্দিক জালিয়াপালং ইউনিয়ন নিবাসী মরহুম হাজী নুরুল হামিদের ছেলে।
ছাত্রজীবন শুরুতে ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসা এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম থেকে ২০০১ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।
শিক্ষকতা জীবনের নানুপুর জমিরিয়া একাডেমী চট্টগ্রাম সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা,মসজিদে খতিব ও ইমাম এর দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা ও দ্বীনি প্রতিষ্ঠানে খেদমতের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন।
দীর্ঘদিন ধরে চিকিৎসার ঘানি টানতে আর্থিক ভাবে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এই শিক্ষকের। তিনি সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।