বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
আলমগীর মানিক, রাঙামাটি
রাঙামাটির কাপ্তাইতে আবারও করোনা উপসর্গ নিয়ে চেমন আরা বেগম (৫৫) নামে একজন মারা গিয়েছে।
বুধবার (১০ জুন) দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চেমন আরা বেগম কাপ্তাই প্রজেক্টের সি-ব্লক এলাকার মৃত আব্দুল মান্নানের স্ত্রী এবং কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের কুক পদে কর্মরত ছিলেন।
হাসপাতালের মেডিকেল অফিসার আবু হায়াত জানান, গত ৫/৬দিন যাবত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চেমন আরা বেগম। হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসাও নিচ্ছিলেন।
বুধবার মধ্যরাতে হঠাৎ মারা যান তিনি।
চেমন আরা বেগমের পরিবার ও সংস্পর্শে আসা সকলের রক্তের নমূনা সংগ্রহের কথা জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার আবু হায়াত।
উল্লেখ্য, কাপ্তাইয়ে গত ২৪ই জুনের পর থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।