শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

করোনা জয় করে ফিরেছেন আলী হাচ্ছান চৌধুরী

বার্তা কক্ষ / ২৭২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪
বিশ্ব মহামারি করোনা জয় করেছেন দৈনিক হিমছড়ির প্রধান সম্পাদক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার প্রায় এক সপ্তাহ পরে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গত ৪ জুন থেকে তিনি রাজধানী ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জুনের শুরুতে কক্সবাজার মেডিকেলের ল্যাবে করোনা ধরা পড়ে আলী হাচ্ছান চৌধুরীর। এরপরই দ্রুত ঢাকা চলে যান তিনি।

গত ৭ জুন ফলোআপ পরীক্ষায় তার করোনা ‘নেগেটিভ’ হয়েছে।

এ খবর জানিয়েছেন কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম।

তিনি বলেন, আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী হালকা জ্বরে আক্রান্ত হলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা জমা দিয়ে ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কক্সবাজারের ল্যাবে তিনি করোনা পজেটিভ হলেও ঢাকায় আনোয়ার খানে ভর্তি হওয়ার পরে নেগেটিভ হন এবং চিকিৎসায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন।

তিনি সুস্থতার জন্য রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহল্লাবাসী, শুভানুধ্যায়ী যারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বহু গ্রন্থ প্রণেতা মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরীর কনিষ্ঠ সন্তান ইসলামী গবেষক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী কক্সবাজার শহরের লালদীঘি পূর্বপাড় বায়তুর রহমান জামে মসজিদের মুতাওয়াল্লি, মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, হোটেল প্যানোয়ার মালিক। তিনি সম্পূর্ণ নিজম্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুরপাড়ায় প্রতিষ্ঠা করেন উমিদিয়া জামেয়া ইসলামিয়া। তিনি প্রতিষ্ঠানটির মুতাওয়াল্লি (প্রতিষ্ঠাতা পরিচালক) এর দায়িত্বে আছেন।

তিনি কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের জীবন সদস্য, কক্সবাজার শহরের আট মহল্লা সমাজের অন্যতম সদস্য।

এছাড়া অনেক সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।