বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
উদীচীর সদস্য ও শ্রুতি আবৃত্তি অঙ্গন’র সাধারণ সম্পাদক ছোটন দাশ’র পিতা অরুণ কান্তি দাশ গত হয়েছেন। বুধবার সকালে তিনি ডুলহাজারা খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ছোটন দাশ’র পিতার মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সভাপতি কল্যান পাল, সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, জেলা খেলাঘর’র সভাপতি আবুল কাসেম বাবু, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, শ্রুতি আবৃত্তি অঙ্গন’র সভাপতি এড. প্রতিভা দাশ, লোকজ উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক ফয়সল মাহমুদ সাকিব।