বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
মো. নুরুল করিম আরমান, লামা
মা বাবার সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় বিষ পান করে মহি উদিন (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহি উদিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা দোলোয়ার হোসেনের ছেলে।
সূত্র জানায়, গত ৬-৭ বছর ধরে মহি উদ্দিন ও তার বাবা উপজেলার বনপুর এলাকায় জমি লাগিয়ত নিয়ে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মা বাবার সাথে মহি উদ্দিনের ঝগড়া হয়। এর জের ধরে সে বিষপান করলে দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষপানে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুছিং মার্মা বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।