বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় রবিউল হাসান বাপ্পি (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১জুন) সকাল ৮টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের মো. ইলিয়াছের ছেলে।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবক রবিউল হাসান বাপ্পি বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল চালিয়ে সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে চকরিয়া উপজেলা সদরে যাচ্ছিলেন। ওইসময় পথিমধ্যে বাটাখালী সেতু এলাকায় বেপরোয়া মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে মারা যায় বাপ্পি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, নিহত বাপ্পির লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।