রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

কক্সবাজার সদরে ৪১ জনসহ ৭১ জনের করোনা ‘পজেটিভ’

বার্তা কক্ষ / ২৮৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ১১ জুন ৪৩৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৭১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৬২ জন ও ভিন্ন জেলার ৭ জন ও পুরাতন রোগীর ফলোআপ টেস্ট ২ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া যায়। বাকী ৩৬২ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ১১ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৭১ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন, উখিয়া উপজেলায় ১০ জন, চকরিয়া উপজেলায় ২ জন, রামু উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৫ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন ও বান্দরবানে ১ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। একইদিন আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৩৩৭ জন। যারমধ্যে ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।
কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৪জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।
এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৮৮ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫১জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৯৯২১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০৭ জন করোনা রোগী।