শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কক্সবাজার সদরে ৪১ জনসহ ৭১ জনের করোনা ‘পজেটিভ’

বার্তা কক্ষ / ৩০২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ১১ জুন ৪৩৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৭১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৬২ জন ও ভিন্ন জেলার ৭ জন ও পুরাতন রোগীর ফলোআপ টেস্ট ২ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া যায়। বাকী ৩৬২ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ১১ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৭১ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন, উখিয়া উপজেলায় ১০ জন, চকরিয়া উপজেলায় ২ জন, রামু উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৫ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন ও বান্দরবানে ১ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। একইদিন আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৩৩৭ জন। যারমধ্যে ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।
কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৪জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।
এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৮৮ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫১জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৯৯২১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০৭ জন করোনা রোগী।