রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরু রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক লাইভে নুরু বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতি করিনি। করবও না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছি। দল গঠনের উদ্দেশে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।
তিনি বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়। ইতিবাচক চিন্তা করেন। নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য, আমি তাদের সঙ্গে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি এমন কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।
তিনি আরও বলেন, রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ ও ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই। ইচ্ছা থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে।