রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

রাজনৈতিক দল গঠনের ঘোষণা ভিপি নুরের

বার্তা কক্ষ / ৩৩৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরু রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে নুরু বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতি করিনি। করবও না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছি। দল গঠনের উদ্দেশে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।

তিনি বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়। ইতিবাচক চিন্তা করেন। নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য, আমি তাদের সঙ্গে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি এমন কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।

তিনি আরও বলেন, রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ ও ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই। ইচ্ছা থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে।