বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে বহু আকাঙ্ক্ষিত এই টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)অবশ্য এই বছরেই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী। আইপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও বলছেন, প্রাথমিকভাবে সেপ্টেম্বর-অক্টোবরেই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের।
অবশ্য এই দিনক্ষণ এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। সব কিছু নির্ভর করছে এই বছরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যের ওপর। আইসিসি এ নিয়ে নির্দিষ্ট করে কিছু ঘোষণা করলেই চূড়ান্তভাবে কোনও সিদ্ধান্ত জানাবে বোর্ড।
ব্রিজেশ প্যাটেল দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমরা আইপিএল আয়োজনে প্রস্তুত আছি। কিন্তু আমরা তখনই পরিকল্পনা সাজাতে পারবো পারবো, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসবে। আশা করছি এটা হয়তো খুব শিগগিরই চলে আসবে। তবে আমাদের পক্ষ থেকে সেপ্টেম্বর-অক্টোকবরকেই সম্ভাব্য উইন্ডো হিসেবে ধরে নিয়েছি।’
করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল ২৮ মে। কিন্তু করোনার কারণে সেটি পেছানো হয় ১০ জুন পর্যন্ত। আশা করা হচ্ছে ১৪ জুনেই হয়তো সভা শুরু হবে।
আইপিএল গভর্নিং কাউন্সিলের এই প্রধান কর্তা আরও বলেছেন, ভারতে আইপিএল আয়োজন করা না গেলে, প্রয়োজনে অন্য কোথাও সেটি আয়োজনের ব্যাপারেও তারা ভেবে রেখেছে। প্যাটেল বলেছেন, ‘আমাদের দেখতে হবে করোনার কারণে আগামী এক মাসে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে প্রয়োজন পড়লে আইপিএল ভারত থেকে অন্যকোথাও সরিয়ে নিতেও আমাদের আপত্তি নেই। হোক সেটা আংশিক বা পরিপূর্ণভাবে। এক্ষেত্রে অন্যান্য বিষয়গুলিও ভাবতে হবে।’
জানা গেছে, সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারেরও এ ব্যাপারে আপত্তি নেই। ভারতে বা যেখানেই আইপিএল হোক, তাদের মূল লক্ষ্যই হলো প্রাইম টাইমে সেটি যেন ভারতীয় দর্শকরা দেখতে পারেন। কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত কোনও কিছু জানতে বল এখন আইসিসির কোর্টে!