সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
চকরিয়া-পেকুয়ার ৩১ অসুস্থ ব্যক্তিকে ২০ লাখ ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয়েছে।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের ঐকান্তিক প্রচেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত সুপারিশের প্রেক্ষিতে এই আর্থিক সহায় দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের একান্ত সহকারী এডভোকেট আমিন চৌধুরী।
তিনি বলেন, এমপি মহোদয়ের আন্তরিক ভূমিকায় চকরিয়া পেকুয়ার পক্ষাঘাত গ্রস্থ/ গুরুতর অসুস্থ ৩১ জন ব্যক্তিবর্গের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ২০ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।