রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

নতুন অফিসে একজনের বসত ভিটায় অপরজনের ময়লা আবর্জনা

বার্তা কক্ষ / ৩১৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

নাছির উদ্দীন আল নোমান
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিসে একজনের বসত ভিটায় অপর প্রতিবেশী ময়লা আবর্জনা ফেলার কারণে প্রতিবেশীরা চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিবাদ করলেই উল্টো মহিলা দিয়ে নানা নির্যাতন ও হুমকি দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নতুন অফিস এসিএফ পাহাড়ের দক্ষিণ পার্শ্বে বসবাসকারী মৃত মোহাম্মদ শফির ছেলে লাল মিয়ার বসত ভিটার উত্তর সীমান্তে পাহাড়ের উপর মৃত জালাল আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ আমিন ড্রাইভারের বসত ভিটা। দিনের পর দিন আমিন ড্রাইভারের বসত ভিটার যাবতীয় ময়লা আবর্জনা লাল মিয়ার বসত ভিটা নীচু হওয়ায় ইচ্ছে করে তাতে ফেলে।ময়লার দুর্গন্ধে বাস অযোগ্য হয়ে উঠেছে বসত ঘরে।ঘরে থাকা ছোট ছোট বাচ্চারা প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে অব্যাহত পরিবেশ দুষণের কারণে।কয়েকবার প্রতিবাদ করার চেষ্টা করলে আমিনের স্ত্রী সেলিনা উল্টো তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে নাজেহাল করে এবং হুমকি দিতে থাকে।বর্তমান করোনার এ দুর্যোগে এ অপকর্ম চলমান থাকায় আতংকিত হয়ে বিগত ১০ জুন পুনরায় আমিন ড্রাইভারের স্ত্রীকে ময়লা না ফেলতে অনুরোধ করলে চরমভাবে নাজেহাল করে বিভিন্নভাবে হুমকি দেয়।এ ঘটনা প্রতিবেশীদের জানালে তাদেরও হুমকি দেয় বলে ভুক্তভোগী দাবি করেন।চলমান পরিবেশ বিরোধী এ কার্যক্রম থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এদিকে অভিযোগ উঠা পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।