রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

চমেক হাসপাতালে করোনা উপসর্গে ডাক্তারের মৃত্যু

বার্তা কক্ষ / ৩৫৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা (কোভিট-১৯) উপসর্গ নিয়ে আরিফ হাসান নামে আরো একজন চিকিৎসকের মৃত্য হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে তাহার মৃত্যু হয়। ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯ তম ব্যাচের ছাত্র ছিল। সে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, তিনি নিয়মিত রোগী দেখতেন। গত সাতদিন ধরে অসুস্থ ছিলেন। করোনার সবগুলো উপসর্গ ছিল। তবে টেস্ট করানো হয়নি। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. মুহিদ হাসান। এর আগের দিন ৩ জুন এহসানুল করিম নামে আরও এক চিকিৎসক করোনা পজেটিভ হয়ে মারা যান। এছাড়া ঈদের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি।