শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন

বাস টার্মিনালে মক্কেল সেজে আইনজীবীর বসত বাড়িতে ঢুকে সশস্ত্র হামলা

বার্তা কক্ষ / ২৩৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শাহরিয়ার মোহাম্মদ তুহিন (৩০) নামক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মক্কেল সেজে নিজ বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত তুহিন ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কা জনবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় আদালত পাড়ায় ক্ষোভ বিরাজ করছে।

শাহরিয়ার তুহিনের জেঠতো ভাই ও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য এডভোকেট শওকত ওসমান জানান, রবিবার সকালে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তুহিন। এমন সময় মক্কেল সেজে বসত বাড়িতে ঢুকে ৮/১০ জন মতো চিহ্নিত সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই তুহিনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাত করে। এতে তার মাথার খুলি ফেটে যায়।

এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের নেতা শহর মুল্লুকের নেতৃত্বে হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহর মুল্লুক চিহ্নিত ভূমিদস্যু। তার নেতৃত্বে মাদক কারবারি সিন্ডিকেট রয়েছে।

সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।