বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে ১০ হাজার ইয়াবা ইয়াবাসহ আসমত উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ৮নং ক্যাম্পে বি-ব্লকের আব্দুল হাফেজের ছেলে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে হোয়াইক্যং-শামলাপুর পাকা রাস্তার মাথা এলাকা থেকে আসমতের হাতে থাকা পলিথিনের ব্যাগে থাকা ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর কো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।