শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বাসিন্দা, বৃহত্তর ঈদগাঁও বাজারের প্রবীন ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্টস এর মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০) এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, নায়েবে আমীর ডা. আমির সোলতান, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম।
বিবৃতিতে তারা বলেন, মাওলানা কামেল ইবনে শরিফ সৎ, আমানতদার ও বিশ্বস্থ ব্যবসায়ী। তিনি ছিলেন ইসলামি আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, মাওলানা কামেল ইবনে শরিফ বুধবার (৩ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ের জনক।
মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ।
ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে তার জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় ডাক্তার মুজিবুল হকের চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ সেবন করেন। জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তার করোনা টেস্টের জন্য ৫দিন আগে নমুনা জমা দিয়েছিলেন। এখনো রিপোর্ট আসেনি।