শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

মাওলানা কামেল ইবনে শরিফের মৃত্যুতে ঈদগাঁও জামায়াতের শোক

বার্তা কক্ষ / ৮০৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বাসিন্দা, বৃহত্তর ঈদগাঁও বাজারের প্রবীন ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্টস এর মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০) এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, নায়েবে আমীর ডা. আমির সোলতান, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম।

বিবৃতিতে তারা বলেন, মাওলানা কামেল ইবনে শরিফ সৎ, আমানতদার ও বিশ্বস্থ ব্যবসায়ী। তিনি ছিলেন ইসলামি আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, মাওলানা কামেল ইবনে শরিফ বুধবার (৩ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ের জনক।

মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ।

ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে তার জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় ডাক্তার মুজিবুল হকের চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ সেবন করেন। জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তার করোনা টেস্টের জন্য ৫দিন আগে নমুনা জমা দিয়েছিলেন। এখনো রিপোর্ট আসেনি।