শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে কোস্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

বার্তা কক্ষ / ৩৫৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া ও পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন।

সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশে রবিবার (১৩ আগস্ট) দুপুরে ১৬ পরিবারে সহায়তা প্রদানকালে দুর্গত এলাকার জনপ্রতিনিধিসহ মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পেকুয়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি নিজ হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মানবিক কর্মসূচির জন্য কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান উপজেলা চেয়ারম্যান।

কোস্টের মৌলিক কর্মসূচির পরিচালক তারিক সাঈদ হারুনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বড় ভেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, লক্ষ্যাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন, সুরাজপুর মানিকপুরের চেয়ারম্যান আজিমুল হক আজিম, বিএমচরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

উক্ত কর্মসূচিতে কোস্ট ফাউন্ডেশনের পক্ষে আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আশেকুল ইসলাম এবং সংশ্লিষ্ট এলাকার ব্যবস্থাপকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ছুটে যায় দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। এজন্য সংস্থাটি ‘উপকূলীয় আলোক বর্তিকা’ হিসেবে খ্যাত।