1. khaircox10@gmail.com : admin :
ওয়ার্ল্ডফিশ-ওয়াইসিসি এর যৌথ আয়োজনে ইনানী সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান - coxsbazartimes24.com
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সবার জন্য সমতা, মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি কোস্ট ফাউন্ডেশনের জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন মা’হাদ আন-নিবরাসের বার্ষিক পুরস্কার বিতরণ ও নতুন একাডেমিক ভবন উদ্বোধন কক্সবাজারের ৪ টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা অংকুর কিন্ডারগার্টেনে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কোস্ট ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের সমাপনী উপলক্ষে কর্মশালা বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত আসামি শফিউল আলম গ্রেফতার কক্সবাজার ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ সোনারপাড়ায় কবরস্থান কেটে তৈরি হচ্ছে নালা!

ওয়ার্ল্ডফিশ-ওয়াইসিসি এর যৌথ আয়োজনে ইনানী সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:
প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতায় কক্সবাজারের জনপ্রিয় পর্যটনস্থান ইনানীতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পালিত হয়েছে “আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ২০২৩”।
মঙ্গলবার ইনানী পর্যটন কেন্দ্রের নারিকেল বাগান সংলগ্ন সমুদ্র সৈকতে ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্প এবং ইয়ুথ কনজারভেশন করপস (ওয়াইসিসি) এর যৌথ আয়োজনে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইকোফিশ-এর রিসার্চ এসোশিয়েট এসকে মোঃ সাইফ উল হক চিশতী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ফিশারিজ অফিসার মোঃ সৌরভ মাহমুদ এবং ওয়াইসিসি ফিল্ড কো-অরডিনেটর মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শুরু হয় ওয়াইসিসি’র ৪০ জন প্রশিক্ষণার্থীদের মৌন র‍্যালির মাধ্যমে; র‍্যালিটি ইনানী বাজার এবং ইনানী সমুদ্র সৈকত ঘুরে নারিকেল বাগান সংলগ্ন সমুদ্র সৈকতে আসে। চলতি পথে “সাগর-পাহাড়-বন-পরিবেশ, আমরা বাঁচালেই সাজবে দেশ” প্ল্যাকার্ডে সচেতন করা হয় স্থানীয় জনগণদের। এরপর ইকোফিশ-২ প্রকল্পের ১৪ জন ব্লু গার্ড সদস্য, ওয়াইসিসি’এ ৪০ জন তরুণ প্রশিক্ষণার্থী, সোনারপাড়া ঘাট কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ৩৫ জন জেলে, ইকোফিশ-২ কর্মকর্তাগণ এবং ওয়াইসিসি’র কর্মকর্তাগণের উপস্থিতিতে শুরু হয় প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে সমুদ্রে জীব বৈচিত্র্য রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইকোফিশ-২ প্রকল্পের সাথে একযোগে কাজ করতে এবং সমুদ্রে প্লাস্টিক বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি না করতে অঙ্গিকার করেন।
সভায় বক্তারা বলেন, সমুদ্র আমাদের সম্পদ, অথচ আমাদের কারণেই সমুদ্র এবং সামুদ্রিক সম্পদগুলো আজ বিপন্ন। দিন দিন সমুদ্রে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ, যা বিপন্ন করছে এর জীববৈচিত্র্যকে, এতে দুষিত হচ্ছে আমাদের বিশাল সমুদ্র উপকূল। এসব ক্ষেত্রে সমুদ্রে বেড়াতে আসা পর্যটক এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের সচেতনতার কোনো বিকল্প নেই। তাদের ফেলে আসা প্লাস্টিক, জাল ইত্যাদি অপচনশীল বর্জ্য পুরো ইকো সিস্টেমকে হুমকির মুখে ফেলছে। উপকূলীয় এলাকায় জেলেরা যত বেশি সচেতন হবে, সমুদ্র সম্পদ সংরক্ষণ ততটাই উপযোগী হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে সভায় উপস্থিত সবার মধ্যে উপকূল পরিচ্ছন্নতা দিবস কুইজের আয়োজন করা হয় এবং ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সভার শেষ পর্যায়ে স্থানীয় জেলেদের মধ্যে ইকোফিশ-২ কর্মকর্তাগণ নিম গাছের চারা বিতরণ করেন।
ইনানী সমুদ্র সৈকতের এক কিলোমিটার সমুদ্র সৈকত পরিষ্কারের মধ্য দিয়ে উপকূল পরিচ্ছন্নতা দিবস পালন অনুষ্ঠান শেষ হয়। প্লাস্টিক বর্জ্য, জেলেদের ফেলে যাওয়া প্লাটিকের জাল এবং অন্যান্য বর্জ্য – এই তিন ধরণের বর্জ্য আলাদাভাবে পরিষ্কার করা হয়। এক ঘন্টার এই পরিচ্ছন্নতা অভিযানে প্রায় ৩০০ কেজি বর্জ্য সৈকত থেকে অপসারণ করে ওয়াইসিসি প্রশিক্ষণার্থী এবং ব্লু গার্ডের সদস্যরা।
পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়াইসিসি প্রশিক্ষণার্থীরা ইকোফিশের এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং এমন অনুষ্ঠানের সঙ্গে আগামীতেও থাকার আগ্রহ জানিয়েছে।
উল্লেখ্য, ইউএস ফরেস্ট সার্ভিস এবং ইউএসএইড এর যৌথ উদ্যোগে পরিচালিত কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (Compass) প্রকল্পের আওতায় ওয়াইসিসি কক্সবাজার এবং বান্দরবানের তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। গত তিন বছর ধরে YCC স্থানীয় সংস্থা ইপসা, এআইটি কক্সবাজার, তাজিংডং এবং গ্রিণ সেভার্স এর সহযোগিতায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত এবং পড়াশোনাবঞ্চিত তরুণ-তরুণী ওয়াইসিসির এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায়।

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech