1. khaircox10@gmail.com : admin :
কক্সবাজার জেলার ৮৪জনসহ 'পজেটিভ' রিপোর্ট আরো ৯২ জনের - coxsbazartimes24.com
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু উদ্বাস্তুদের জন্য নিবেদিত হয়ে কাজ করব -মুজিবুর রহমান উখিয়ার সোনারপাড়ায় বীচ ক্লিনিং ক্যাম্পেইন সম্পন্ন রোগীদের সেবায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক এখন কক্সবাজারে বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নালা দখল করে মাটি ভরাট ফাসিয়াখালী মাদরাসার দাতা সদস্য পদে জালিয়াতি! প্রকাশিত সংবাদে পাহাড়তলীর আবদুর রহমানের প্রতিবাদ কক্সবাজার হজ কাফেলার উদ্যোগে হজ ও ওমরাহ কর্মশালা বঙ্গবন্ধুর জন্মদিনে কক্সবাজারে ছাত্রলীগের ইফতার বিতরণ রোহিঙ্গা রেসপন্সে বিশ্বব্যাংকের ঋণকে প্রত্যাখ্যান করেছে অধিকার-ভিত্তিক সুশীল সমাজ হযরত হাফসা (রাঃ) মহিলা হিফজ ও হযরত ওমর (রাঃ) হিফজ মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান

কক্সবাজার জেলার ৮৪জনসহ ‘পজেটিভ’ রিপোর্ট আরো ৯২ জনের

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৫৭ বার ভিউ

কক্সবাজার টাইমস২৪:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (১জুন) ২৮৩জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৯২জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৮৪জন, রোহিঙ্গা শরনার্থী ৫জন, ভিন্ন জেলার ২জন এবং পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৪ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ১৮৭জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার নতুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৯২জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৬জন, উখিয়া উপজেলায় ৭জন, টেকনাফ উপজেলায় ৪জন, রামু উপজেলায় ২২জন, পেকুয়া উপজেলায় ২জন ও চকরিয়া উপজেলায় ১৪জন। রোহিঙ্গা শরনার্থী ৫জন। এছাড়া চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১জন ও চান্দগাঁও থানার ১জন বাসিন্দা রয়েছে।

তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া ৪জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট একইদিন ‘পজেটিভ’ পাওয়া যায়।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮০২ জন। যারমধ্যে ৩২জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ১৫জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩২১ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৮জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭৩জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪১জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩২জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৬জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০৮জন।
রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩২জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৭০৪০ জনের।

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech