শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
ইমরান আল মাহমুদ, উখিয়াঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাকে তিনটি জোনে ভাগ করা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উখিয়ার বিভিন্ন স্টেশনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার(ভুমি),অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), ওসি (তদন্ত)সহ উপজেলা প্রশাসন উপস্থিত ছিলেন।
এসময় মাস্ক না পড়া,নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অযথা গাড়ি বের করার দায়ে ২৭ হাজার ৪০০টাকা জরিমানা আদায় ও ২২টি যানবাহন আটক করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
শনিবার উখিয়া বাজার,কোর্টবাজার, মরিচ্যা বাজার,রুমখাঁ চৌধুরী পাড়া,সোনাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্য করার দায়ে ২২টি মামলায় উপরোল্লেখিত জরিমানা আদায় ও যানবাহন আটক করা হয়। এসময় জনসাধারণকে সচেতনতার পরামর্শ প্রদান করে সতর্ক থাকতে বলা হয়।