বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্তদের মতোই স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাফন করা হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মরদেহ। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে করোনায় মৃতদের দাফনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আল-মারকাজুল ইসলামী।
আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তার (মোহাম্মদ নাসিম) মরদেহের গোছল সম্পন্ন করে প্রস্তুত করে রাখছি। জানাজা ও দাফন পরিবারের ইচ্ছায় সম্পন্ন করা হবে। মোহাম্মদ নাসিমের পরিবার যে সময়ে, যে কবরস্থানে দাফন করতে বলবেন, আমরা সেটাই অনুসরণ করবো।’
এর আগে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে প্রয়াত এই নেতার মায়ের কবরেই তাকে সমাহিত করা হবে। তিনি আরও বলেন, ‘বাবাকে গ্রামের বাড়ি ও তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে নিয়ে যাওয়ার কথা থাকলেও স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে তা বাতিল করা হয়েছে।’
উল্লেখ্য, আজ শনিবার (১৩ জুন) সকালে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বেলা ১১টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যু ঘোষণা করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী।
এর আগে গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তবে সম্প্রতি মোহাম্মদ নাসিমের পরপর তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়।