রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

নতহীন রাজপথের লড়াকু যোদ্ধা কামাল লোহানি- কক্সবাজার উদীচী

বার্তা কক্ষ / ৩০৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ

ভাষা সৈনিক, গণসাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, উদীচী শিল্পীগোষ্ঠী’র সাবেক সভাপতি, সংগ্রামী কামাল লোহানি আজ সকালে প্রয়াত হয়েছেন।
৮৬ বছরের বর্ণাঢ্য সংগ্রাম মূখর জীবনে কামাল লোহানি ছিলেন কিংবদন্তি সাংবাদিক, ছায়ানটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক। তিনি পেয়েছেন সাংবাদিকতায় একুশে পদক।

এই মহীরূহের প্রয়ানে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ। এক শোক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি কল্যান পাল ও সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ বলেন, কামাল লোহানি ছিলেন এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের আপোষহীন যোদ্ধা। গণতন্ত্র, সাম্প্রদায়িকতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিপাহসালা ছিলেন তিনি। জীবনের বার্ধক্যে এসেও তিনি হাল ধরেছিলেন এদেশের গণ মানুষের সাংস্কৃতিক লড়াইয়ের নতহীন সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর। দীপ্ত তারুণ্যের মানসিকতায় তিনি নেতৃত্ব দিয়েছেন সংগঠনের। তাঁর মৃত্যুতে জাতি হারিয়েছে একজন মহীরূহ ঋষিতুল্য সংগ্রামীকে। আমরা তাঁর প্রয়াণে বিনম্র শ্রদ্ধা জানাই।