রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

রাঙামাটিতে বসুন্ধরার অর্থায়নে পিসিআর ল্যাব বসাবে স্থাস্থ্য বিভাগ

বার্তা কক্ষ / ৩১৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

আলমগীর মানিক, রাঙামাটি
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাঙামাটিতে বসছে পিসিআর ল্যাব। সম্পূর্ণ বসুন্ধরা গ্রুপের অর্থায়নে স্থাপিত হবে ল্যাবটি। এই লক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ৬৯ লক্ষ টাকার চেক সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে তুলে দেন রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আয়োজিত এক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,জেলা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শুরুর পূর্বে রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরী সিভিল সার্জনের কাছে এই চেক হস্তান্তর করেন।
এদিকে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অর্থায়ন করায় বসুন্ধরা গ্রুপসহ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এইসময় রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও শীর্ষ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দ্রুত শনাক্তের মাধ্যমে করোনা রোগীকে আইসোলেট করে করোনার সংক্রমণ ছড়ানো রোধ করার জন্য পাহাড়বাসী রাঙামাটিতে একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবী করে আসছিলো সরকারের কাছে। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি রকমের সন্তোষজনক হওয়ায় এই ল্যাব স্থাপনের জন্য রাঙামাটিকে বেছে নেওয়া হয়। এই পিসিআর ল্যাব স্থাপনের মাধ্যমে পাহাড়ে হু-হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণের লাগাম অনেকটাই টেনে ধরা যাবে বলে মনে করছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা।