সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

রোয়াংছ‌ড়ি‌তে আগু‌নে পু‌ড়ে‌ছে ৭২টি দোকান ও অর্ধশতা‌ধিক বসত বা‌ড়ি

বার্তা কক্ষ / ৩৩৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

বান্দরবান সংবাদদাতা:
বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে আগু‌নে পু‌ড়ে‌ছে ৭‌টি গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতা‌ধিক বসত বা‌ড়ি। শুক্রবার (২৬ জুন) রাত সা‌ড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে শনিবার (২৭ জুন) থে‌কে ভোর ৫টার দিকে।

দমকল বা‌হিনী ও স্থানীয়‌রা জানিয়েছে, রাত সা‌ড়ে ১২টার সময় বাজা‌রের এক‌টি দোকানে বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়। প‌রে আগুন দ্রুত চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ‌তে সাতটি বড় গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতা‌ধিক বসতবা‌ড়ি পু‌ড়ে গে‌ছে।

আগুন লাগার খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ‌কিছু ঘরবাড়ি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মংশৈনু মারমা জানান, বাজারের দেলোয়ারের ব্রয়লারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে আমরা জান‌তে পে‌রে‌ছি। আগুনে ছোট বড় ৭২টি দোকান এবং আশপা‌শের ঘর আগুনে পুড়ে গেছে। খাদ্য মজুতের গুদামও পুড়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত ছাড়া বলা যা‌চ্ছে না।