শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ডা. শাহবাজ করোনায় আক্রান্ত

বার্তা কক্ষ / ২৬৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
করোনায় আক্রান্ত হয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ। করোনা টেষ্টের জন্য নমুনা দেয়ার পর সোমাবার (২৯ জুন) সন্ধ্যায় তার রিপোর্টে পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজা।
মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত চকরিয়া উপজেলায় ৩২২ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে হাসপাতালের কয়েকজন চিকিৎসক-নার্স ও বেশ কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন। সর্বশেষ করোনায় আক্রান্ত হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজা বলেন, করোনা সংক্রমণ রোধে প্রথম থেকেই ফ্রন্টলাইনে থেকে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ। অবশেষে সোমাবার সন্ধ্যায় তার রিপোর্টের করোনা পজেটিভ আসে।

তিনি আরও জানান, মঙ্গলবার পর্যন্ত চকরিয়া উপজেলায় ৩২২ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৬ জন। মারা গেছেন ৬ জন। এরমধ্যে বেশিরভাগই বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে নন-কোভিড রোগীসহ ১১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্যান্যরাও বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন। সোমবারের রিপোর্টে আমার করোনা পজিটিভ আসে। তারপর থেকেই আমি বাসায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে মেনে চলারও আহবান জানান তিনি।