শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উখিয়া উপজেলার উত্তর বড়বিল, মরিচ্যা পালং, নলবনিয়া, রুমখা পশ্চিম বড়ুয়া পাড়া, রুমখা মহাজন পাড়া, রুমখা চৌধূরী পাড়া, রুমখা বড়বিল, পশ্চিম রত্না, মধ্যম রত্না, পূর্ব রত্না, ভালুকিয়া পালং,পাইন্যাসিয়া, রেজুরকুল, জাদিমুরা, পাতাবাড়ি,শৈলরঢেবা, মাছকারিয়া, কুতুপালং, হাঙ্গারঘোনা, মনখালী চাকমা পাড়া, মাদারবনিয়া চাকমা পাড়া, চেয়ইংছুড়ি চাকমা পাড়া, তেছড়ি চাকমাপাড়াসহ উপজেলার সকল বৌদ্ধপল্লীসমূহ থেকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখার নতুন কমিটি (২০২০-২০২২) গঠনকল্পে গঠিত আহবায়ক পরিষদের আহবায়ক প্রবাল বড়ুয়ার সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য সচিব শিক্ষক মিলন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বৌদ্ধপল্লী থেকে আগত প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটু, অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবু আশীষ বড়ুয়া, রামু উপজেলা শাখার সভাপতি বাবু রিটন বড়ুয়া (এমইউপি)।
সম্মেলনের শেষের দিকে কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু উপস্থিত হাউজের মতামতের ভিত্তিতে শংকর বড়ুয়াকে সভাপতি, প্রভাষক শুভংকর বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং সুনীল বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষনা করেন।