শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

বৃহস্পতিবার ও শুক্রবার কক্সবাজার মেডিকেলে করোনা টেস্ট বন্ধ

বার্তা কক্ষ / ৩৪৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের যন্ত্রপাতি পরিস্কার করে ল্যাব সচল রাখতে ২টি পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) মেশিনে স্যাম্পল টেস্ট আগামী বৃহস্পতিবার (৪ জুন) ও শুক্রবার (৫ জুন) দুই দিন বন্ধ থাকবে। কাজ শেষে যথারীতি চালু হবে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর অনুপম বড়ুয়া এ খবর জানিয়েছেন।

তিনি জানান, নিয়ম অনুযায়ী ১৫দিন পর পর ল্যাব পরিস্কার করতে হয় এবং ন্যূনতম ৪৮ ঘন্টা ল্যাব রেস্টে রাখতে হয়। ল্যাবে স্থাপিত পিসিআর মেশিন ২টি এ পর্যন্ত পরিস্কার করাও হয়নি, রেস্টেও রাখা হয়নি। বুধবার ৩জুন পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে বুধবার মাত্র ৭০টি স্যাম্পল টেস্ট করা হয়। পিসিআর মেশিন ২টি নিয়মিত পরিস্কার ও রেস্টে না রাখলে পুরো মেশিন অচল হয়ে যেতে পারে এবং টেস্টের মান নিয়েও প্রশ্ন উঠতে পারে।

ডা. অনুপম বড়ুয়া বলেন, ল্যাবের ২টি পিসিআর মেশিন ঠিক করতে অভিজ্ঞ ও টেকনিক্যাল পারসন ইতোমধ্যে কক্সবাজার পৌঁছেছেন। পিসিআর মেশিনের পরিস্কার করাকালীন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে অতি স্বল্প সংখ্যক স্যাম্পল টেস্ট করা হতে পারে। তবে এর পরিমাণ হবে অতি নগন্য।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পিসিআর মেশিনের পরিস্কার করার কারণে করোনা ভাইরাস এর স্যাম্পল টেস্টের জট আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্যাথলজি বিষয়ে বিশেষজ্ঞ একজন চিকিৎসক। এই স্যাম্পল জটের জন্য কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আশংকা রয়েছে।