রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
মাস্ক না পরা, সৈকতে ঘোরাঘুরি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় কক্সবাজার শহরে ১১ জনকে ৩৪০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৩ জুন) বিশেষ অভিযানে এ দণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আত্মরক্ষায় মাস্ক পরে স্বাস্থবিধি মেনে চলতে বলা আছে। প্রশাসনের এই নির্দেশনা অমান্য করায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া অরো পথচারীকে সতর্ক করা হয়েছে।
এসিল্যান্ড জানান, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজের সুরক্ষা নিশ্চিত করুন৷