সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ক্ষমতাকে পুঁজি করে সরকারি দলের নেতাকর্মীরাই ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে

বার্তা কক্ষ / ৩৩৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:
নোয়াখালীতে বিবস্ত্র করে নারীর ওপর বর্বর নির্যাতন ও এমসি কলেজসহ দেশব্যাপী সকল ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এ দাবিতে শুক্রবার (১৬ অক্টোবর) বাদে জুমা বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।
শহর সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলটি কক্সবাজার হাসপাতাল সড়ক এলাকা থেকে শুরু হয়ে বার্মিজ মার্কেট এলাকায় মিছলোত্তর সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহর সেক্রেটারি খালেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে শহর সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাহাদুর, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মুহাম্মদ মুহসিন প্রমুখ।
এতে শিবিরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতায় সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। ক্ষমতাকে পুঁজি করে সরকারি দলের নেতাকর্মীরাই এসব ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। সারাদেশে ঘটিত ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।