রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২১ নভেম্বর চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সম্মেলন। এ উপলক্ষে ‘জরুরি তৃণমূল সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে তৃণমূলের কর্মীদের এই সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেরুজ্জামান।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা জাপার সদস্য সচিব মুফিজুর রহমান মফিজ।
তিনি বলেন, আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে। যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। যারা দীর্ঘদিন পার্টির হাল ধরে আছেন; সুসময়-দুঃসময় বিবেচনা করেন নি, তাদেরকেই আগামী নেতৃত্বে আনা হবে। ‘উড়ে এসে জুড়ে বসা’দের স্থান জাতীয় পার্টিতে হবে না। আগামীর দিনগুলো হবে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দিন।
সভায় বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাস্টার মনজুর আলম, যুব সংহতির জেলা সভাপতি শহিদুল ইসলাম মুন্না, ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিউল্লাহ জিহাদি, জেলা তরুণ পার্টির আহবায়ক কামাল উদ্দিন কামাল, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বেলাল, সহসভাপতি ফরিদ মিয়া।
তৃণমূল প্রতিনিধি সভায় বক্তারা বলেছেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাপার সাবেক সংসদ সদস্য ও দলের ভাইসচেয়ারম্যান হাজী মোহাং ইলিয়াছকে ২১ নভেম্বরের সম্মেলনে অতিথি হিসেবে যথাযথ মূল্যায়ন করবে তারা। এজন্য জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ তার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেরুজ্জামান বলেন, দলে বিভক্তি নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূলে পার্টিকে আরো শক্তিশালী-সুসংহত করতে কাজ করুন।
চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করতে যে যার অবস্থান কাজ করার আহবান করেন মেহেরুজ্জামান।
সভায় আরো বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব শামশুল আলম, চকরিয়া পৌরসভা আহবায়ক জসিম উদ্দীন কমিশনার, সদস্য সচিব নজরুল ইসলাম, মাতামুহুরি জাপা আহবায়ক মৌলভী ছিদ্দিক আহমেদ, সদস্য সচিব আবদু রহিম মেম্বার, যুগ্ম আহবায়ক যথাক্রমে টিপু সুলতান, সাইফুল ইসলাম, জামাল উদ্দীন, চকরিয়া উপজেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা মোঃ এনামুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা আহবায়ক মাহবুবুর রহমান, চকরিয়া পৌরসভার যুগ্ম আহবায়ক কাজী নাসির উদ্দীন, জাপা নেতা মৌলানা হেদায়েতুর রহমান প্রমুখ।
এ সময় চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জরুরি তৃণমূল সভা শেষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পার্টির কার্যালয়ের সামনে পৌঁছে সমাপ্ত হয়।