শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

সদর উপজেলা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

বার্তা কক্ষ / ২৮৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভিপি ও কক্সবাজার শাখা প্রধান জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হক, আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার ৬ং ওয়ার্ড কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, সদর উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, ব্যাংকের লিংক রোড শাখা প্রধান হামিদুল্লাহ প্রমূখ।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের অবসরপ্রাপ্ত ইভিপি এজিএম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।