বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় মো. নুরুল করিম (৪৭) নামে সিএমপির ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ২ নম্বর গেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল করিমের বাড়ী টাঙ্গাইল জেলায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি সিভয়েসকে বলেন, নগরের ২ নম্বর গেট এলাকায় ডিউটিরত অবস্থায় ১০ নম্বর সিটি বাস (চট্টমেট্টো-জ-১১-১৬৯০) বেপরোয়া গতিতে এসে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হন কনস্টেবলে নুরুল করিম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পলাতক।
এর আগে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দায়িত্বরত অবস্থায় স্ট্রোক করে বোরহান উদ্দিন নামে আরেক ট্রাফিক কনস্টেবল নিহত হন। তিনি জেলা পুলিশে কর্মরত ছিলেন।