শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নুরুল কুরআন আদর্শ হিফজ মাদরাসার “হিফজ অ্যাওয়ার্ড” সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) শহরের উত্তর তারাবনিয়ারছরাস্থ কম্পাসে অনুষ্ঠানে হিফয সম্পন্নকারী ২২ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান, ৩০ পারা কুরআন হিফজ শুনানি সমাপ্তকারী ১১ জন ছাত্রকে সনদ প্রদান করা হয়। সেই সঙ্গে বিদায়ী ছাত্রদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন শ্রেণীতে কৃতি ছাত্রদের পুরস্কৃত করা হয়।
মাওলানা মুফতি শফিকুর রহমানের সভাপতিত্বে “হিফজ অ্যাওয়ার্ড” অনুষ্ঠানে অতিথি ছিলেন, খুরুশকুল তেতৈয়া তাফহীমুল কুরআন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জয়নুল আবেদিন, মুফতি মাওলানা শফিকুর রহমান, চকরিয়া ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জসিম উদ্দিন হেলালি, চৌফলদন্ডি হামিদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ জাফর আলম, বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন, হুফফাজুল কুরআন সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী, চট্টগ্রাম সফির একাডেমির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা লোকমান হাকিম হেলালী, হাফেজ মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, চট্টগ্রাম চাঁদগাঁও আবাসিক তালিমুল কুরআন হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা একরাম মাহমুদ আনচারি, ইসলামী ব্যাংকের কর্মকর্তা একরামুল হকসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ জাফর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী পরিচালক মাওলানা মুফতি সোহাইল রাগিবসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম ৩০ পারা কুরআন হিফজ করে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ এ প্লাস ও শতভাগ ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জনকারী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নুরুল কুরআন আদর্শ হিফজ মাদরাসা। প্রতিষ্ঠানটির বর্ণাঢ্য আয়োজনে যারা উপস্থিত ছিলেন; পরামর্শ দিয়েছেন, নানাভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান মাওলানা হাফেজ জাফর আলম।