বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
অবশেষে রামু আইসোলেশন সেন্টারেই যেতে হলো কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানকে।
ফলোআপ রিপোর্টেও পজেটিভ আসায় বুধবার (১০ জুন) বিকাল সাড়ে ৫ টার এ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি থেকে রামুতে নিয়ে যাওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে বলে জানান ডা. ওয়ালিউর রহমান।
তিনি জানান, এম্বুলেন্স থেকে নামানোর সময় তার সিচুরেশন ছিল ৯৪।
গত ২৮ মে করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকে নিজ বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছিলেন কাউন্সিলর মিজানুর রহমান।
এর আগে ৮ জুন ফলোআপ স্যাম্পল জমা দিয়েছিলেন তিনি।
৯ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে আবারো করোনা ‘পজিটিভ’ হয়।