বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

রামু দারিয়ারদীঘিতে পাঠাগার উদ্বোধন

বার্তা কক্ষ / ২৮৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি
অন্ধকারাচ্ছন্ন সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে নৈতিকতা সম্পন্ন আলোকিত নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ পাঠাগারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জুন) বিকালে দারিয়ারদীঘি মৌলভীবাজার স্টেশনে খুনিয়া পালং ইউনিয়নের অন্যতম দ্বীনি সংগঠন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এ পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব, মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষানুরাগী হাফেজ মুহাম্মদ কামাল, মন্ডল পাড়া দারুল হেদায়া নুরানী মাদ্রাসার পরিচালক মুহাম্মদ মাহমুদুল করিম, পাঠাগার ভবনের সত্ত্বাধিকারী হোসাইন আহমদ, প্রবীণ ব্যবসায়ী হোসাইন আহমদ সওদাগর, আমির হোসাইন আনু, মুহাম্মদ ফয়েজুল্লাহ, মৌলভীবাজার জামে মসজিদের মুয়াজ্জিন মুহাম্মাদ ছৈয়দ মিয়া, ফরিদ বিন আব্দুল্লাহ মেম্বার।
সংগঠনের সাধারণ সম্পদক মাওলানা কারী আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল আমিন, প্রচার সম্পাদক এম জাহাঙ্গীর হাবীব, সাংগঠনিক সম্পাদক হাফেজ আরেফুল্লাহ, সহ -অর্থ সম্পাদক আতিকুর রহমান আজিজি, ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, মাওলানা নোমান ফয়েজী, ইয়াহয়া মাহমুদ, মুহাম্মদ ঈসা, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ আবু ইমতিনান রায়েদ, শরীফুদ্দীন, শাহ আলম, শামশুল আলম, রমজান আলী, সাআদুদ্দীন, আলমগীর, আশেকুল্লাহ, মিজানুর রহমান, নুরুল ইসলাম, রিদুয়ান করিম, মুহাম্মাদ ইউনুস, থোয়াইঙ্গাকাটা শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক রাশেল, সদস্য রফিক,
খুনিয়া পালং ইউনিয়নের দুই নং ওয়ার্ড তুলাবাগান সংশ্লিষ্ট শাখার সভাপতি হাফেজ ইউনুস, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সদস্য রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, অপরাপর দ্বীনি খেদমাতের পাশাপাশি সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাঠাগার প্রতিষ্ঠার মধ্যদিয়ে দারিয়ারদীঘিতে ইসলামের প্রচার-প্রসারে একটি নতুন অধ্যায় রচনা করেছে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন। এ জন্য অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং এই পাঠাগারকে সমৃদ্ধশালী করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহ- অর্থ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান আজিজি।
পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক তরুণ আলেমেদ্বীন মাওলানা ক্বারী আবু নাছের সভাপতি হাফেজ মাওলানা শওকত আলীর প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারার বিষয় অবহিত করে দেশ, জাতির কল্যাণে মুনাজাতপূর্বক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।