শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদদাতাঃ
কক্সবাজার জেলা এলজিইডি অফিসের ঠিকাদার ও বাহারছড়া নিমারা সুপার শপের পরিচালক হাবিব উল্লাহর ব্যক্তিগত ফেসবুক আইডি (habib ullah) নামে ফেক আইডি খুলে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটূক্তি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এছাড়াও পরিচিতজনদের মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে টাকা ধার চাচ্ছে প্রতারকচক্র।
যা দেখে বিব্রত বোধ করছেন হাবিব উল্লাহ।
এ বিষয়ে আইনগত আশ্রয় নিচ্ছেন তিনি।
হাবিব উল্লাহ হাবিব জানান, তার ফেসবুক ভেরিফাইড পেজ সচল রয়েছে।
এ পর্যন্ত তার আইডি থেকে কোন সম্মানী ব্যক্তির বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া হয়নি। কারো কাছে টাকা ধার চান নি।
তিনি জানান, গত কয়েকদিন ধরে ব্যক্তিগত ফেসবুক আইডি (habib ullah) এর প্রোফাইল ছবি ব্যবহার করে ফেসবুকেকে বা কারা habib ullah নামে একটি ভুয়া আইডি খুলেছে। ওই ভুয়া আইডি থেকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠানো হচ্ছে।
তিনি শনিবার (২৭ জুন) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ভুয়া আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট ও মেসেজ এ বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।