শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

কক্সবাজার পৌরসভার রোলার উদ্বোধন

বার্তা কক্ষ / ২২৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি
পর্যটন নগরীতে চলমান সরকারের উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে নিরবিচ্ছিন্নভাবে দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজারের ভূমিপুত্র হেলালুদ্দীন আহমদ এর আন্তরিক প্রচেষ্টায় কক্সবাজার পৌরসভাকে দেয়া প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের আধুনিক “রোলার” শুভ উদ্বোধন করেছেন মেয়র মুজিবুর রহমান।
সোমবার রাতে নতুন বাহারছড়াস্থ মেয়রের বাসভবন সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন কবির, শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর রাজ বিহারী দাশ, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, আকতার কামাল, মিজানুর রহমান, ওমর ছিদ্দিক লালু, সালাউদ্দিন সেতু, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, নুর মোহাম্মদ মাঝু, কাজী মোরশেদ আহমদ বাবু, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার, নাছিমা আকতার বকুল, সচিব রাসেল চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উদ্বোধনী বক্তব্যের পর বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলমের নিকট রোলারের চাবি হস্তান্তর করেন মেয়র মুজিবুর রহমান।
উল্লেখ্য, মূল্যবান রোলারটি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান পৌর পরিষদ।