শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক#
করোনাকালীন সময়ে কক্সবাজার জেলার প্রায় ১৬০০ রড-সিমেন্ট দোকান শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম (বিক্রয় ও বিপনন) প্রসূন কুমার দাশ, ডেপুটি ম্যানেজার রূপন বড়ুয়া।
এছাড়া সিনিয়র এক্সিকিউটিভ রিদুয়ানুল হক, মোঃ জসিম উদ্দিন, সাহাবুদ্দিন ও মোহাম্মদ তারেক হোসেনসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিলারদের মধ্যে চকরিয়ার মেসার্স নোভা এন্টারপ্রাইজ, বৃহত্তর মহেশখালীর মেসার্স আবদুল হাকিম সওদাগর, রামু ও কক্সবাজারের মেসার্স রামু ট্রেডিং, ঈদগাহর মেসার্স মিম জাহিদ এন্টারপ্রাইজ, কক্সবাজার পৌর এলাকার মেসার্স এন. আর এন্টারপ্রাইজ, উখিয়ার মেসার্স শাহ নেওয়াজ চৌধুরী, মেসার্স আর এস ট্রেডিং, মেসার্স মদিনা এন্টারপ্রাইজ, টেকনাফের মেসার্স সাদেক স্টোর ও মেসার্স টু স্টার এন্টারপ্রাইজ সার্বিক সহযোগিতা করেন।