বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ মো. কায়সার নোবেলের চারটি ব্যাংক একাউন্ট থেকে ২০ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) টাকাগুলো জব্দ করা হয়েছে।
দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারি পরিচালক পদ মর্যাদার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংগুলো হলো- বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক লিঃ এর কক্সবাজার শাখা।
এ বিষয়ে দুদক চট্টগ্রামের পরিচালক মোঃ মাহমুদ হাসান জানান, তাদের একটি টিম কক্সবাজার এসেছেন। তবে টাকা জব্দের বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন।
এর আগে সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলসহ কক্সবাজারের দশজনের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেয় দুদক।
চিঠিতে গত ২৫ আগস্টের মধ্যে কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি দুদক কার্যালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য প্রদানের অনুেরাধ করা হয়েছিল।
সাবেক কাউন্সিলর নোবেলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখায় ক্ষতিপূরণের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
সরকারি নানা প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের কাছ থেকে ৯৩ লক্ষ ৬০ হাজার ১৫০ টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের কথা উল্লেখ করা হয়েছে দুদকের মামলায়।
সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনা জন্য দুদক অভিযুক্ত কক্সবাজারের ১০ ব্যক্তির ব্যাংক হিসাব ও তাদের পরিবারের যাবতীয় ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।