বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের মধ্যদিয়ে দ্রুত দিবারাত্রি আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা শুরু করার উপর গুরুত্বারূপ করে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এছাড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, এয়ারভাইস মার্শাল মুফিদুল আলম, প্রকল্প পরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্ট অনকেই গুরুত্বপূর্ণ এ সভায় সংযুক্ত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাঁর নির্দেশনা অনুযায়ী পর্যটন নগরী হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে দ্রুত আধুনিকায়ন করে দিবারাত্রি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।