শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
জেলা প্রশাসনের মোবাইল কোর্টের বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর ‘কক্সবাজার-মহেশখালী ঘাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা’ শীর্ষক কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। মোবাইল কোর্ট সত্য হলেও অভিযোগসমূহ সত্য নয়।
বিআইডব্লিউটিএ থেকে গত ১২ জুলাই ঘাটটি সরকারী বিধি মোতাবেক ইজারা গ্রহণ করি। যথারীতি বিআইডব্লিউটিএ নিয়ম অনুযায়ী ঘাট পরিচালিত হয়ে আসছে। ঘাটে অতিরিক্ত টোল/ভাড়া নেওয়া হয় না। ভাড়ার তালিকা যথাস্থানে দৃশ্যমান আছে। কোন ধরণের যাত্রী হয়রানির প্রমাণ কেউ উপস্থাপন করতে পারবে না। তথাপিও সংবাদে মিথ্যা তথ্যে প্রশাসন, যাত্রীরা বিভ্রান্ত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।
ইজারাদার
অলি উল্লাহ মিন্টু।